Random Posts

Responsive Ads Here

Saturday, June 9, 2018

প্রচণ্ড গরমেও সুস্থ থাকুন



  1. গরমে বেশি বেশি পানি পান করূন ।
  2. বারবার পানি দিয়ে মুখ , হাত , পা ধুয়ে নিন।
  3. শারীরিক দুবলতা থেকেও প্রচুর ঘাম হতে পারে।পুষ্টকর খাবার, শাখসবজি ,ফল বেশি পরিমাণে খান।
  4. ঘাম আমাদের শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে য়ায়, এসময় খাওয়ার স্যালাইন, ফলের জুস খান।
  5. ঠান্ডা খাবার খান।
  6. বাইরের ভাজা খাবার এবং রিচ ফুড থেকে দূরে থাকুন কেননা, গরমে এসব খাবারে অসুস্থ হতে পারেন।
  7. ভালো ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করূন।
  8. গোসলের পানিতে কয়েক ফোটা গোলাপজল দিয়ে দিন।
  9.  দিনে দুই বার গোসল করূন।খুব প্র বার গোসল করূন।
  10. খুব প্রয়োজনে ছাড়া কড়া রোদে বাইরে যাবেন না।
  11. বাইরে গেলে অবশ্যই সাথে ছাতা রাখুন, রোদে তো কাজে দেবেই , ছাতা থাকলে বষ্টি হলেও ভিজবেন না। 
  12. দুই লিটার পানিতে ৩ টি চায়ের ব্যাগ মিশিয়ে সে পানিতে ১০ – ১৫ মিনিট হাত-পা ভিজিয়ে রাখুন। 
  13. ধূমপান সহ সব ধরণের মাদক গ্রহ্ণ্র বিরত থাকুন কারণ এগুলো অতিরিক্ত ঘাম তৈরি করে। 
  14. হালকা রঙের পাতলা সুতি কাপড়ের ঢিলেঢালা জামা কাপড় পরিধান করূন। 
কাপড়ের রং হালকা হলে তা বাইরের তাপ শোষণ করবে কম। পাতলা সুতি কাপড়ের ভেতরে দিয়ে বায়ু চলাচল করতে পারবে বেশ। শরীরে গরম অনুভূত হবে কম, আরাম লাগবে বেশি।

 
প্রচণ্ড গরমেও সুস্থ থাকুন
প্রচণ্ড গরমেও সুস্থ থাকুন



গরমে যেসব খাবারে নিয়ন্ত্রণ প্রয়োজন

অতিরিক্ত তেল গ্রহণডুবো তেলে ভাজা খাবার  ঘি, মাখন, পনির, মেয়নেজ, ফাস্টফুড , কোল্ডড্রিংক্স পোলাও। কাচ্চি, গরু ও খাশীর মাংস ভূনা খাবার অতিরিক্ত মিষ্টি খাবার। অতিরিক্ত গরম ও ঠান্ডা খাবার।

No comments:

Post a Comment